সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামার আগে মিরাজের বার্তা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়।

বাংলাদেশের জন্য কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা কাল হারলেই সিরিজ হারবে টাইগাররা। তবে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ সিরিজ জিততে পারে বলেই মনে করছেন টাইগার অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘একটি ম্যাচ হেরে গিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ জিতলে সিরিজ জিততে পারব। সে কারণেই কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এটি জিতলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাব।’

তিনি আরো বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা না। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি। আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। এখন টপ অর্ডার যদি রান করে, প্রথম ১০ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার।’