সেই ব্যাপারে ভারতকে নিশ্চয়তা দিচ্ছে আইসিসি

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৯ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। যার ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার।

এদিকে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা চিঠিতে লিখে, ‘ভারতীয় বোর্ড আসন্ন বিশ্বকাপে ক্রিকেটার এবং সমর্থকদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। আশা করা যায়, আইসিসি এবং ইসিবি ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা ও সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।’

এবার আইসিসি থেকে জানানো হয়েছে, বিশ্বকাপে ভারতকে সব ধরণের নিরাপত্তা দেওয়া হবে। এ প্রসঙ্গে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের চিঠি পেয়েছি। তারা নিরাপত্তার বিষয়টি বলেছে। নিরাপত্তা সব সময়ই আমাদের মৌলিক প্রাধান্যের বিষয় বস্তু।’

তিনি আরো বলেন, ‘আগামী ২ মার্চ আইসিসির বোর্ড মেম্বাররা সভায় মিলিত হবে। সেখানে এ ব্যাপারে কথা বলা হবে। আমি মনে করি, তারা এটা দেখার পর সন্তুষ্ট হবে।’