সেনাবাহিনীতে যোগ দিতে না পারায় আমার জীবনের একমাত্র অনুশোচনা : গম্ভীর

গেল বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়েছে। আর এই ঘটনার জন্য পাকিস্তানের উপর দোষারোপ করছে ভারত।

এমন ঘটনায় পাকিস্তানকে পাল্টা জবাব দেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীর। তিনি টুইট বার্তায় তিনি এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলতে যুদ্ধ ঘোষণা করে দেন। এবার তিনি নিজের আক্ষেপের কথা জানালেন। মূলত সেনাবাহিনীতে যোগ দিতে না পারার আক্ষেপটা এখনো রয়ে গেছে তার।

এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘জীবনে যদি কোনো আক্ষেপ কিংবা অনুশোচনা থেকে থাকে তা হলো, সেনাবাহিনীতে যোগ দিতে না পারা।’

তিনি আরো বলেন, ‘তখন দ্বাদশ শ্রেণিতে পড়তাম। তখনো রঞ্জি ট্রফিতে খেলা হয়নি। তখন আমি গিয়েছিলাম ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে পরীক্ষা দিতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সুযোগ পাইনি। সেনাবাহিনীই আমার পছন্দের প্রথমে ছিল। এখনো তাই রয়েছে।’