সোহেল তাজ আসছে আপনার দরজায়

যে কোন দিন, যে কোন সময়, আপনার বাড়িতে হাজির হতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। একটি ভিডিও আপলোড করে নিজের ফেসবুক পেইজে ‘আর ইউ রেডি?’ এই শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সোহেল তাজ।

এদিকে গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ১৯ সেকেন্ডের এ ভিডিও বার্তা প্রকাশ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

এ সময় ভিডিও বার্তায় দেখা যায়, তিনি তার বাসভবন থেকে বেরিয়ে একটি বাসার দরজায় কড়া নাড়ছেন। তারপরই তাতে লিখা উঠে ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়, আপনি রেডি তো?’

এদিকে শেষ খবর পাওয় পর্যন্ত এই ভিডিও বার্তায় মন্তব্য করেছেন ১৩৯২ জন, তাতে রিয়েক্ট করেছেন ১২ হাজারের অধিক ব্যক্তি, আর এটি শেয়ার করেছেন ১৪১৭ জন, ভিডিওটি ভিউ হয়েছে ১ লাখ ২ হাজারের বেশি। এদিকে সোহেল তাজ পোস্ট করা ওই ভিডিও বার্তার নিচে মন্তব্যকারীরা প্রায় সকলেই তাকে অভিনন্দন ও স্বাগতম জানিয়েছেন।

এদিকে বিএম জাকির হোসেন নামে একজন মন্তব্য করেছেন, ‘দূর্গম চর এলাকায় আমার বাড়ি নদী বেষ্টিত এই জনপদে আসতে পারবেন বলে মনে হয় না।’ আর এই মন্তব্যের উত্তরে সোহেল তাজ বলেন, ‘সময়ই বলে দিবে।’

তাছাড়া লিজা আক্তার নাকে আরেকজন মন্তব্য করেছেন, ‘কিন্তু আমার বাসার দরজা তো এত দামি না। আর তাই আপনার আসা ও হবে না।’ আর এই মন্তব্যের উত্তরে সোহেল তাজ বলেন, ‘দরজা না থাকলেও আসতে পারি।’

এদিকে আসাদুজ্জামান জুয়েল নামে একজন মন্তব্য করেছেন, ‘স্যার গরিবের বাসায় সত্যিই আসবেন? নাকি এটা কোন করপোরেটিয় বিজ্ঞাপনের মতোই জাস্ট বলার জন্য বলা?’