সৌম্য সরকারের কারণে বিরল রেকর্ড থেকে বঞ্চিত ইবাদত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান করে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। আজকের ম্যাচ দিয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছে টাইগার পেসার ইবাদত হোসেনের। এদিন ৮ ওভার বল করে ২৬ রান দেন তিনি। যেখানে মেডেন ছিল একটি।

কোনো উইকেটের দেখা পাননি তিনি। কিন্তু নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় বলেই উইকেট পেয়ে বিরল এক রেকর্ডে নাম লেখাতে পারতেন ইবাদত। কিন্তু সেটা আর হয়নি। স্ট্রাইকে থাকা টম ল্যাথাম ইবাদতের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন স্লিপে।

কিন্তু সেই ক্যাচটি ধরতে ব্যর্থ হন সৌম্য সরকার। যার ফলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারে উইকেট পাওয়ার রেকর্ড থেকে বঞ্চিত হলেন ইবাদত।