সৌরভ গাঙ্গুলীকে ধুয়ে দিলেন জাভেদ মিয়াঁদাদ

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। যার ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। এ তালিকায় নাম লেখান ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেন, ‘গত সপ্তাহে পুলওয়ামায় যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারেনা। আর এজন্য ভারতীয়দের মধ্য থেকে যেসব প্রতিক্রিয়া আসছে তা ঠিক। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলা সম্ভব নয়।’

সৌরভের এমন মন্তব্যের পর তাকে এক কথায় ধুয়ে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেন, ‘আমার মনে হয় সৌরভ সামনে নির্বাচনে দাঁড়াবেন। সম্ভবত তিনি মুখ্যমন্ত্রী হতে চান, তাই লোক দেখিয়ে নজরে আসার জন্য এমন কথা বলছেন। ভারতের এসব কাপুরুষোচিত আচরণ দেখার সময় আমাদের নেই। আমাদের নিজেদের উন্নতির দিকে নজর দেয়া উচিত। পাকিস্তান সবসময়ই এসব বিষয়ে শান্তিপূর্ণ সমাধান চেয়েছে। কিন্তু ভারতীয়রা জবাব দিয়েছে নেতিবাচকতায়।’