হাইভোল্টেজ ম্যাচে শুরুতে সাকিব-রুবেলের আঘাত

বিপিএলের ষষ্ঠ আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচের শনিবার (২ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৬টায় ৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি। বাঁচা-মরার ম্যাচে এই টসে হেরে জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্ত নিয়েছে খুলনার অধিনায়ক মাহমদউল্লাহ রিয়াদ।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। খুলনার হয়ে ভালো খেলা জুনায়েদ সিদ্দিকী ৫ বলে ২ রানে রুবেলের বলে উপল থারাঙ্গার হাতে ধরা পড়ে বিদায় নেন। এর পরেই সাকিবের আঘাত। ব্রেন্ডন টেলরকে ১৮ রানে ফিরিয়ে দিয়েছেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা টাইটান্সের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২২ রান।

দুই দলের একাদশ:

ঢাকা ডায়নামাইটসের একাদশ: মিজানুর রহমান, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, কাজী অনিক, উপল থারাঙ্গা, মাহমুদুল হাসান, রুবেল হোসেন।

খুলনা টাইটান্সের একাদশ: ব্রেন্ডন টেলর, ডেভিড মালান, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আল-আমিন, জুনায়েদ খান, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, সাদ্দাম হোসেন, শুভাশীষ রয়।