হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী মোনাজাত চৌধুরী মিলন হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি খানসামা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দিনাজপুর টার্মিনালের বাড়ি হতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঁধে লাঙ্গল প্রতীক নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে অফিস সহকারী মো. মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী হিসেবে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে প্রার্থী ছিলেন। এবার খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।

এদিকে রাস্তার দু’ধারে বিভিন্ন বয়সের ছেলে, শিশু, পথচারীসহ সকল শ্রেণির লোকজন ভিড় জমায় হাতি ও প্রার্থীকে দেখার জন্য ।

বিষয়টি নিয়ে মোনাজাত চৌধুরী মিলন জানান, উৎসবমুখর পরিবেশ ও সকলের অংশগ্রহণে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নির্বাচনে লড়তে হাতির পিঠে চড়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি।

এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।