হাতুরাসিংহেকে নিয়ে মুশফিকের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ জাতীয় দলে মুশফিকুর রহিম অধিনায়কত্ব ও সাবেক কোচ চন্দিকা হাতুরাসিংহেকে নিয়ে রীতিমতো বিস্ফোরক সব কথা বললেন মুশফিকুর রহিম৷ সাম্প্রতি এক গণমাধ্যমের সাথে একান্ত কথোপকথনে বিভিন্ন ব্যাপারে জানালেন মুশফিকুর রহিম।

এ সময় বিভিন্ন প্রশ্ন করার সময় বলা হয় ২০১৭ সালে কোচ চন্দিকা হাতুরাসিংহের সঙ্গে আপনার সম্পর্ক কখনোই ভালো ছিল না৷ অধিনায়কের সঙ্গে কোচের সম্পর্ক ভালো না হলে দলের ওপর খারাপ প্রভাব পড়তে বাধ্য৷ আপনার কি মনে হয় না যে, শুধু ব্যক্তি মুশফিক না, দল হিসেবে বাংলাদেশও এর ভুক্তভোগী?

উত্তরে মুশফিকুর রহিম বলেন, ‘একটু হলেও তো ভুক্তভোগী৷ সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কার কোচ হিসেবে তাঁর সঙ্গে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সম্পর্কের কী অবস্থা৷ আমারই শুধু সমস্যা ছিল, সেটি তো না৷ ওই মানুষটারও নিশ্চয়ই সমস্যা ছিল, যা এখন অন্য জায়গায় গিয়ে প্রকাশ পাচ্ছে৷ বাংলাদেশ তাই একটু হলেও এর খারাপ ফল ভোগ করেছে৷’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, হাতুরাসিংহের সময় বাংলাদেশ হয়তো অনেক ভালো কিছু ফল পেয়েছে, কিন্তু আমি তো এমন কোনো ক্রিকেটার দেখি না, যারা কিনা ওর সময় উঠে এসেছে৷ একজন কোচের শুধু ফল নিয়ে ভাবলে হয় না৷ তাকে এমন এক কাঠামো তৈরি করে দিয়ে যেতে হয়, যাতে বাংলাদেশ ক্রিকেট যেন আরো পাঁচ-দশ বছর পরের প্রজন্মের ভালো ক্রিকেটারদের হাতে থাকে৷ এ জায়গায় আমরা অনেক ধুঁকেছি৷

এ সময় মুশফিকুর রহিম বলেন, ‘হয়তোবা জাতীয় দলের ফল বিবেচনায় হাতুরাসিংহে সফল কোচ, কারণ, ওই সময় আমাদের সেরা পাঁচ-ছয় ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে৷’

তিনি বলেন, ‘আবার আমরা এদিক দিয়েও ভাগ্যবান যে, মোস্তাফিজ, সৌম্যর মতো তরুণ ক্রিকেটাররাও অসাধারণ পারফর্ম করেছে৷ তরুণদের কাছ থেকে যা সবসময় প্রত্যাশা করা যায় না৷ সব মিলিয়ে আমি তাই মনে করি, বাংলাদেশের কোচ হিসেবে হাতুরাসিংহে খুব ভাগ্যবান৷ ক্রিকেটারদের পারফর্ম্যান্সের কারণে তার রেকর্ড হয়তো ভালো৷’

মুশফিকুর রহিম বলেন, ‘কিন্তু সামগ্রিকভাবে যদি বাস্তবতা বিবেচনা করেন, তাহলে ওর সময়ে বাংলাদেশের ক্রিকেট অনেক নিচের দিকে নেমেছে৷ তখনকার অনেক তরুণ ক্রিকেটারকে ঠিকমতো পরিচর্যা করলে এখন এই প্রয়োজনের সময় আরো অনেক খেলোয়াড় পেতাম৷ এটি আমার ব্যক্তিগত মত৷’