হাফসেঞ্চুরি করলেন মিঠুন, টিভি স্ক্রিনে সৌম্য!

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৩২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের বিপর্যয়ের দিন এদিন ব্যাট হাতে ভালো একটি ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন।

ব্যাটিং বিপর্যয়ের দিন ব্যাট হাতে ৯০ বলে ৬২ রান করেন তিনি। কিন্তু তিনি যখন হাফসেঞ্চুরি হাঁকান তখনই বিপত্তিটা ঘটে যায়। মিঠুনের স্কোরিং এরিয়া ওয়াগন হুইলে গ্রাফিক্সে সম্প্রচার করার সময় মিঠুনের নাম ঠিক থাকলেও মিঠুনের ছবিটা ঠিক ছিল না।

কেননা মিঠুনের ছবির জায়গায় ছিল আরেক টাইগার ক্রিকেটার সৌম্য সরকারের ছবি। এরকম ঘটনার জন্য সদ্য শেষ হওয়া বিপিএল কম সমালোচিত হয়নি। এবার আন্তর্জাতিক মঞ্চে কিউই সম্প্রচারকারীদের এমন ভুল, মোটেও কাম্য নয়।