হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দু’টিতে হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল ২০ ফেব্রুয়ারি হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪ টায়।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচ হারলে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ দল। একই সঙ্গে তিনটি রেটিং পয়েন্ট হারাবে তারা। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দলের বর্তমান রেটিং পয়েন্ট ৯১। আগামীকালের ম্যাচ হারলে রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯০।

অন্যদিকে শেষ ম্যাচ জিতে যদি ২-১ ব্যবধানে হেরে সিরিজ শেষ করে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ই থাকবে। মূল্যবান তিনটি রেটিং পয়েন্ট বাঁচাতে হলে শেষ ওয়ানডে ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু নেই বাংলাদেশ দলের।