৪ ওভার, ৪ রান, চার উইকেটের পর ব্যাটিংয়েও করলেন ৪ রান

আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে গতকাল মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড নারী এবং মালয়েশিয়া নারী দল। আর এই ম্যাচেই অদ্ভুত এক কান্ড করেছেন থাইল্যান্ড অধিনায়ক সর্ননারিন থিপপোচ।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১১৪ রান করে থাইল্যান্ড। দলটির হয়ে অধিনায়ক থিপপোচ ৪ বল মোকাবেলা করে ৪ রান করেন।

এরপর বোলিংয়ে এসেও চারের মধ্যেই সীমাবদ্ধ থাকেন থাইল্যান্ড দলপতি। ৪ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।

ক্রিকেট ইতিহাসে শেষ করে এমন মিল করে বোলিং বা ব্যাটিং হয়েছে তা হয়তো পরিসংখ্যানবিদরাও খুজে পেতে ক্লান্ত হয়ে যাবে।