অবশেষে জানা গেল স্মিথ-ওয়ার্নারের দলে জায়গা না পাওয়ার আসল কারণ

বল টেম্পারিং কাণ্ডে নাম জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মার্চ মাসের শেষের দিকে তাদের নিষেধাজ্ঞা শেষ হবে।

যার ফলে প্রথমে ধারণা করা হচ্ছিল, পাকিস্তানের বিপক্ষে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত সিরিজে অস্ট্রেলিয়া দলে তারা ফিরবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু তাদেরকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

মূলত অজি ক্রিকেট বোর্ড চাইছে, তারা আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরুক। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভর হন্স বলেন, ‘স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ মার্চ। তারা এখন ইনজুরি কাটিয়ে পুনর্বাসনে আছে। তাদের জন্য আইপিএলে ফেরা হচ্ছে উপযুক্ত পথ। কেননা সেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলে এবং এটি দারুণ প্রতিযোগিতা।’

অস্ট্রেলিয়া স্কোয়াডঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন টার্নার, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান লায়ন, নাথান কোল্টার-নাইল, জেই রিচার্ডসন, কেন রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা।