অবশেষে বৃষ্টির মধ্যেই যেন রোদের দেখা। ওয়েলিংটনে থেমেছে বৃষ্টি। আর বৃষ্টি থামার পর মাঠে থাকা কভার গুলো সরিয়ে নেয়া হয়েছে। এখন কাজ চলছে মাঠ খেলার উপযুক্ত করে তোলার জন্য।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা এত কিছুর পরও শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কেননা, যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে মাঠ খেলার উপযুক্ত করে তোলার জন্য বেশ সময়ের প্রয়োজন। আর এতটা সময়ও তো নেই আজ দ্বিতীয় দিনে। এরই মধ্যে প্রায় ৭ ঘন্টা কেটে গেছে দিনের।
তাই আজকে দ্বিতীয় দিনের খেলাও অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনাই বেশি। তবুও চলছে মাঠের পরিচর্যা এবং আম্পায়াররা পর্যবেক্ষন করছেন সব কিছু।