ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য পাহাড় সমান রানের টার্গেট দিয়েছে ভারত। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৫৮ রান করে ভারত। জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ৩৫৯ রান।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৯৩ রান করেন রোহিত ও শিখর। রোহিত ৯৫ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর লুকেশ রাহুলকে সাথে নিয়ে এগিয়ে যান শিখর ধাওয়ান। তবে ২৫৪ রানের মাথায় ব্যক্তিগত ১৪৩ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
ধাওয়ানের বিদায়ের পর কোহলি (৭), রাহুল (২৬) বিদায় নেন দ্রুতই। তবে পরের তারকারা সবাই মিলে ছোট ছোট সংগ্রহ দাড় করালে ৫০ ওভারে ৩৫৮ রানের পুজি পায় ভারত। রিশাব পান্ট ২৪ বলে ৩৬, কেদার যাদব ১০, ভিজয় শঙ্কর ২৬ রান করেন।
অস্ট্রেলিয়ার কামিন্স ৫টি ও রিচার্ডশন ৩টি উইকেট লাভ করেন।