আইপিএলের এই তিন রেকর্ড ভাঙ্গা সত্যিই কঠিন

আগামীকাল ২৩ মার্চ পর্দা উঠছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।

তবে এর আগে জেনে নিন আইপিএলের এমন তিনটি রেকর্ড যা কিনা ভাঙ্গা সত্যিই কঠিন ব্যাপার। দেখে নিন সেই রেকর্ডগুলো-

২০১৩ সালে পুণে ওয়ারিয়ার্সের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। ৬৬ বলে ১৭৫ রানেই ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ১৩টি চার ও ১৭টি ছয়।

২০১৬ আইপিএল মৌসুমে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। যা কিনা আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি।

সেই মৌসুমে আরেকটি রেকর্ড গড়েছিলেন কোহলি। ১৬ ম্যাচ খেলে ৯৭৩ রান করেছিলেন কোহলি। যা কিনা আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড।