চলতি মাসেই পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। আগামী ২৫ মার্চ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়েই আইপিএল মিশনে নামবে রাজস্থান রয়্যালস। তবে আইপিএল মাঠে গড়ানোর আগেই আইপিএল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
এবারের আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হবে এবং কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে সেটা জানিয়েছেন ওয়ার্ন। তার মতে, আইপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন হবে রাজস্থান ও সেরা প্লেয়ার হবেন সঞ্জু স্যামসন।
এ প্রসঙ্গে ওয়ার্ন বলেন, ‘আমাদের প্রথম ম্যাচের আগে এখনও প্রায় দু’সপ্তাহ সময় বাকি। যা দল আমাদের তাতে এবারের আইপিএল জেতার ব্যাপারে আমরাই ফেভারিট। আমার মনে হয় সঞ্জু স্যামসনই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে।’