আক্ষেপ নিয়েই ফিরলেন রোহিত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এরই মধ্যে ৬টি ম্যাচ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) আইপিএলের সপ্তম ম্যাচে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। তবে ব্যাক্তিগত ২৩ রানেই চাহালের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন ডি কক। অন্যদিকে আক্ষেপ নিয়েই ফিরেছেন রোহিত। উমেশের বলে সিরাজের হাতে ধরা পড়ে ৪৮ রান করে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ ১০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশঃ রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, মায়াঙ্ক মার্কান্ডে, মিচেল ম্যাকক্লেনাগান, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বোমরাহ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশঃ পার্থিব পাটেল, বিরাট কোহলি, মঈন আলী, এবি ডি ভিলিয়ার্স, শিমরণ হেটমায়ার, শিবাম ডুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, নবদীপ সেনি, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।