অভিনেত্রী লক্ষী রাই। অভিনয়ের সাথে যুক্ত সেই ১৫ বছর বয়স থেকেই। সুপারস্টার চিরঞ্জিবের সাথেও অভিনয় করেছেন তিনি। দক্ষিণ ভারতের বিতর্কিত ছবি জুলি-২ দিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। সেই ছবিতে বেশ কয়েকবার বিছানা দৃশ্যে দেখা গেছে তাকে।
এবার এই অভিনেত্রী আলোচনায় অন্য কারণে। একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে ঘনিষ্ট হয়েছেন বলেই অভিযোগ তার বিরুদ্ধে। সেই জন্য তিনি অবৈধভাবে গর্ভবতীও হয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে তিনি নাকি আজকাল একটু বেশিই কাঁচা আম খাচ্ছেন। এসব নিয়ে এবার মুখ খুললেন তিনি।
বলেন, আমি একাধিক পুরুষের সঙ্গে প্রচুর সম্পর্কে জড়িয়েছি। তাতে কার কী? জীবনটাতো আমার। সে নিয়ে লোকজনের এত আগ্রহ কেন? আমি শিল্পী, আমার শিল্পটাকেই প্রাধান্য দেয়া হোক। ব্যক্তিজীবনে না না গলানোই ভালো হবে।