ইংল্যান্ডের হয়ে খেলতে চান প্রোটিয়া পেসার

দেশ নাকি টাকা? কোনটা বড়? অলিভারের কাছে দেশের থেকে হয়তো টাকাটাই বড় হল। সেজন্য তিনি দক্ষিণ আফ্রিবা ছেড়ে এবার খেলতে চাচ্ছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে।

এখানেও রয়েছে একটু অবশ্য ভিন্নতা। কোলপাক চুক্তিতে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৪৩জন ক্রিকেটার। আর এই তালিকার সবশেষে সংযোজন ছিল অলিভার যাকে হারিয়ে প্রোটিয়া অধিনায়ক প্লেসিসও আফসোস করেছিলেন।

সেই অলিভারের জন্য দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের খেলা শেষ হয়ে গেলেও এবার তিনি স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলার। তবে এই জাতীয় দল হল ইংল্যান্ডের।

অলিভার বলেন, আমি জানি দক্ষিণ আফ্রিকার হয়ে আমার টেস্ট ক্যারিয়ার শেষ। তবে আমি যদি ভালো করতে পাড়ি তাহলে ইংল্যান্ডের হয়েও খেলতে পারি।

অলিভারের এমন মন্তব্যে সমালোচনা হতেই পারে। সেটা মাথায় নিতে রাজি নন এই তারকা। তিনি বলেন, হয়তো মানুষ ভাবছে এটা বাস্তবসম্মত নয়। কিন্তু আমি যদি ভালো করতে পারি তাহলে কি হবে কে বলতে পারে। ভবিষ্যতে কি হবে সেটি নিয়ে আমি কথা বলতে পারি না।