উসমান খাজার সেঞ্চুরিতে ভারতকে বিশাল রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর আজ তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

যার ফলে ব্যাট করতে নেমে উসমান খাজার সেঞ্চুরি ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৯৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩১৪ রানের।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চ ৯৩, খাজা ১০৪, গ্লেন ম্যাক্সওয়েল ৪৭, শন মার্শ ৭, পিটার হ্যান্ডসকম্ব ০ রান করেন। স্টোইনিস ৩১ ও অ্যালেক্স ক্যারি ২১ রানে অপরাজিত ছিলেন।

ভারতের হয়ে কুলদিপ যাদব ৩টি ও মোহাম্মদ শামি ১টি উইকেট শিকার করেন।