বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওয়েলিংটন টেস্টের আগে পূর্বাভাস ছিল এমন যে শুরুতে বোলারদের জন্য কিছুটা সুবিধা থাকবে উইকেটে। ধীরে ধীরে যত সময় গড়াবে সেটা ব্যাটসম্যানদের জন্য উপযোগী হয়ে যাবে।
কিন্তু বাস্তবে দেখা গেল বাংলাদেশের জন্য শুরুটা ছিল ব্যাটসম্যানদের আর শেষটা ছিল বোলারদের। না হলে কি আর এমন উড়ন্ত সূচনার পর মাত্র ২১১ রানে অল আউট হয়।
সূচনাটা দারুণ ছিল বাংলাদেশের জন্য। ওপেনিং জুটিতে ৭৫ রান করে ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু সূচনার পর যে বর্ণনা লিখতে হয় সেটাই ভুলে গিয়েছিল বাংলাদেশ। ফলে পরীক্ষার খাতায় নিজে বিজ্ঞানী সেজে লিখে দেওয়ার মত ব্যাটিং করল তারা। নাম্বার যা আসে তাতেই লাভ-বাংলাদেশের ব্যাটিংটা যেন তেমনই ছিল। রান যা আসে তাতেই লাভ।
৭৫ রানের দারুণ শুরু পেয়েও পরের ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতায় সেটা আর কাজে লাগাতে পারেনি টাইগাররা। ফলে অল আউট হতে হয়েছে মাত্র ২১১ রানেই। পাঁচ দিনের টেস্ট ম্যাচ তাই দুই দিন পরিত্যাক্ত হলেও হারের শঙ্কা চেপে বসেছে টাইগারদের।