নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর ওই একই সমস্যায় ভুগছে বাংলাদেশ দল। ক্যাচ মিসে চরম মূল্য দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনেও দেখা মিলল ক্যাচ মিসের মহড়ার।
আবু জায়েদ রাহীত বলে রস টেলরের ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওই একই ওভারে টেলরের ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। একই ওভারে দু’বার জীবন পেয়ে ওয়ানডে মেজাজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন টেলর। ২১১ বলে ১৯টি চার ও ৪টি ছয়ে ২০০ রান করে ফেরেন তিনি।
এদিকে ক্যাচ মিসকে দেখার অংশ হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুব হতাশার যে আমরা একটা ওভারেই এমন একজনের দুইটা ক্যাচ ছেড়েছি যে দুইশ রান করে ফেলেছে। যদি আমরা ওকে আউট করতে পারতাম আর আমাদের বোলাররা যেভাবে বল করছিলো সেটি ধরে রাখলে আরও এক-দুটি উইকেট নিতে পারতাম তাহলে হয়ত বা আমাদের আরেকটু কম সময় ব্যাটিং করা লাগতো।’
তিনি আরো বলেন, ‘ক্যাচ এমন একটা ব্যাপার এটা যে কেউই মিস করতে পারে। আমি নিশ্চিত যারা ক্যাচ মিস করেছে তাদের খারাপ লাগছে। তবে এটি ক্রিকেটেরই একটি অংশ। এটা হচ্ছে- বিষয়টি খারাপ। কিন্তু এটি নিয়ে কী বলবো, কিছু বলার নেই আমার আসলে।’