এক ম্যাচে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড গড়ল পাকিস্তানের সেরা পেসার

পাকিস্তানের বর্তমান সময়ের পেসারদের মধ্যে অন্যতম সেরা পেসার শাহীন আফ্রিদি। আর এই শাহীন আফ্রিদিই এবার লজ্জার এক রেকর্ড গড়েছেন পিএসএলে।

গতরাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৪ ওভারে ৬২ রান দিয়েছেন এই পাকিস্তানি পেসার যা পিএসএলে এক ম্যাচে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড।

এই ম্যাচে শাহীন আফ্রিদির মতই ব্যয়বহুল ছিল দলের বাকি তারকারাও। রাহাত আলী ২ ওভারে ২৭, লামিচান ৪ ওভারে ৪৬, ডেভিড ভিসে ৪ ওভারে ৪৪ এবং হারিস রউফ দেন ৪ ওভারে ৪০ রান।