বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও এখন পর্যন্ত শুরু হতে পারেনি। বৃষ্টির কারণে মাঠে প্রচুর পানি জমে যাওয়ায় এবং বৃষ্টি না থামায় ম্যাচ শুরু করা যায়নি।
আজকে দ্বিতীয় দিনে ম্যাচ শুরু হওয়ার কিছুটা সম্ভাবনা জেগেছিল বৃষ্টি থামলে। কিন্তু সেই থামাটাও স্থায়ী হয়নি। বরং বিরতি দিয়ে আবারো নামে বৃষ্টি।
এর আগে গতকালও টেস্টের প্রথম দিনটি বৃষ্টিতে ভেসে গেছে। আর বৃষ্টির কারণে এখন পর্যন্ত টসও হয়নি। তাই প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও ম্যাচ বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে।