‘এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে আছি’

বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর আজ তৃতীয় দিনে মাঠে নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে ২১১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

তামিম-সাদমানের ভালো শুরু করার পরও অন্যান্য ব্যাটসম্যানের ব্যর্থতায় দিনশেষে আক্ষেপে পরিণত হয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন তামিম ও দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন লিটন। অন্যদিকে ২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করে নিউজিল্যান্ড।

এদিকে বাংলাদেশ দল ভালো পজিশনেই আছে বলে জানিয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তিনি বলেন, ‘কালকের প্রথম ঘন্টাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এখন পর্যন্ত ভালো অবস্থানে আছি আমরা। কাল প্রথম সেশন শেষ হওয়ার আগে যদি ২-১টা উইকেট ফেলে দিতে পারি এবং রান কম দিতে পারি তাহলে ইচিবাচক হবে আমাদের জন্য। কারণ এই খেলার যদি ফল বের হয় তাহলে রানের উপরেই যাবে। এই বিষয়টাতেই মনোযোগ দিতে হবে যেন রান কম হয় তাহলেই ভালো কিছু সম্ভব।’

তিনি আরো বলেন, ‘দিন শেষে এটা বলবো যে দুইটা উইকেট নিতে সক্ষম হয়েছি আমরা, এটাও একটা ভালো দিক। আবহাওয়া এবং উইকেট থেকে অনেক সাহায্য পাওয়া যাচ্ছে।’