ওর সুস্থতা আমাদের কাছে মূল বিবেচনার বিষয় : হাবিবুল বাশার

বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টেও খেলা হয়নি সাকিবের।

এরপর গুঞ্জন উঠে শেষ টেস্টে খেলবেন সাকিব। তবে সাকিবকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সবকিছু অপেক্ষা করছে সাকিবের ফিট হওয়ার উপর। সাকিব ফিট হলেই তৃতীয় টেস্টে খেলবেন বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশ দলের সাথে অনেক দিন ধরেই আছে। এই গ্রুপটাই অনেক দিন ধরে খেলছে। এখানে আইপিএল কিংবা নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের বিষয় না। এটা ফিটনেসের বিষয়।’

তিনি আরো বলেন, ‘ওর সুস্থতা আমাদের কাছে মূল বিবেচনার বিষয়। সে যদি সুস্থ থাকে তাহলে তৃতীয় টেস্ট খেলবে। যদি আইপিএল খেলার মতো সুস্থ হয় তাহলে আইপিএল খেলবে। এইসব নিয়ে তাই এখনই চিন্তা করছি না। তার সুস্থতাই আমাদের কাছে মূল বিষয়।’