ওয়ালিংটন টেস্টের দ্বিতীয় দিনেও হতে পারে বৃষ্টি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। এদিকে দ্বিতীয় দিনেও বৃষ্টি হতে পারে বলেই আবহাওয়া বার্তা থেকে জানা গেছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল ওয়ালিংটনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সঙ্গে ঝড়ো বৃষ্টিও হতে পারে। তাদের পূর্বাভাস সঠিক হলে আগামীকালও ম্লান বদনে বসে থাকতে হবে বাংলাদেশ দলকে।

প্রথম দিন খেলা অনুষ্ঠিত না হওয়ায় দ্বিতীয় দিনের খেলা আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে। প্রথম দিন বৃষ্টির কারণে ভেসে গেলেও একটি লাভ হয়েছে বাংলাদেশ দলের।

ইনজুরিতে আছেন দলের সেরা দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। যার ফলে ইনজুরি থেকে সেরে উঠতে আরো একটি দিন পাচ্ছে তামিম-মুশফিক। সিরিজে ফিরতে হলে ওয়ালিংটন টেস্টে জয় ছাড়া বিকল্প কিছু নেই বাংলাদেশের সামনে।