এবারের আইপিএলে দারুণ ভয়ানক এক একাদশই সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের একাদশে প্রথম সাতজনই এই ফরম্যাটে স্পেশালিষ্ট ব্যাটসম্যান। আবার এই সাত জনের মাঝেই আছে দুজন অলরাউন্ডার যারা ৮ ওভারের নিশ্চয়তা দিতে পারে অনায়াসেই। আবার এই সাত জনের মাঝেই আছে উইকেট কিপার এবং ফিনিশার।
কলকাতার প্রথম এই সাতজন ব্যাটসম্যান হলেন- ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, সুভম্যান গিল, নিতিশ রানা, দিনেশ কার্তি ও আন্দ্রে রাসেল।
লিন ও নারিনের ওপেনং জুটি অসাধারণ। গত আইপিএলেও ওপেনিং করেছিল তারা। কার্তিক এবং রাসেল এই ফরম্যাটে অবিশ্বাস্য দুই ফিনিশার। উথাপ্পা, গিল ও রানা মিডলঅর্ডারে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান।
এছাড়াও তাদের বোলিং আক্রমনে আরো থাকছে পিয়ুস চাওলা, কুলদিপ যাদবের মত স্পিনার যারা যেকোন সময় ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে।