চলতি মাসেই পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের এবারের আসরের।
তবে এর আগে আইপিএলের শিরোপা কে কতবার জিতেছে তা এক নজরে দেখে নেওয়া যাক-
চেন্নাই সুপার কিংস (৩ শিরোপা)
মুম্বাই ইন্ডিয়ান্স (৩ শিরোপা)
কলকাতা নাইট রাইডার্স (২ শিরোপা)
রাজস্থান রয়্যালস (১ শিরোপা)
সানরাইজার্স হায়দরাবাদ (১ শিরোপা)
ডেকেন চার্জার্স (১ শিরোপা)