কোহলিকে বধ করতে শেন ওয়ার্নের বিশেষ ‘মন্ত্র’

বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কোহলি। এদিকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলিকে আটকানোর মন্ত্র দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যখন কোহলির বিপক্ষে বোলিং করবেন, তখন হয় লেগসাইড ধরে করবেন, নাহয় অফসাইড ধরে করবেন। যেকোনো এক পাশে শক্তিশালী ফিল্ডিং রেখে ঐপাশেই টানা বোলিং করে যেতে হবে। আপনি কোহলিকে স্টাম্পে বোলিং করতে পারবেন না। কারণ এতে সে উইকেটের চারপাশে খেলার অবারিত সুযোগ পেয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি আপনার মাঠের একপাশ বাদই দিয়ে দিতে হবে। শুধু একপাশ ধরে রাখেন এবং সেদিকেই বোলিং করেন। বিশ্বসেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলতে হলে বিশেষ কিছু করতেই হবে।’

কোহলির বিপক্ষে ওয়ার্ন নিজে কিভাবে বোলিং করতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কোহলির বিপক্ষে খেললে একটা স্লিপ এবং শর্ট কভার রেখে অফস্টাম্পের বাইরে টানা বোলিং করে যেতাম। এতে করে তার পক্ষে লেগসাইডে খেলা কঠিন হয়ে পড়তো এবং আমি টানা এই লাইনে বোলিং করলে দুই-একটা বল মিসহিট হয়ে ক্যাচ উঠেই যাবে।’