ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতির ১০ বোলারকে চিনে নিন

বিশ্বের ইতিহাসে তৃতীয় সবচেয়ে সবচেয়ে বড় স্পোর্টস হল ক্রিকেট। ক্রিকেট এবং ফুটবলের পরই ক্রিকেটের স্থান। আর বিশ্বের তৃতীয় এই জনপ্রিয় খেলায় এমন কিছু বোলার এসেছেন যারা ক্রিকেট বিশ্ব শ্বাসন করেছেন বল হাতে। ক্রিকেট বিশ্বে ঝড় তোলা সবচেয়ে বেশি গতির ১০ বোলারকে এবার চিনেনিন।

১. শোয়েব আখতার (পাকিস্তান)- ১৬১.৩ কি.মি. – ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালে।

২. ব্রেট লি (অস্ট্রেলিয়া)- ১৬১.১ কি.মি.- নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৫ সালে।

৩. শন টেইট (অস্ট্রেলিয়া)- ১৬১.১ কি.মি.- ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে।

৪. জেফরি থম্পসন (অস্ট্রেলিয়া)- ১৬০.৬ কি.মি.- ১৯৭৬ সালে।

৫. অ্যান্ডি রবার্টস (ওয়েস্টিইন্ডিজ)- ১৫৯.৫ কি.মি.- অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৫ সালে।

৬. ফিদেল এডোয়ার্ড (ওয়েস্ট ইন্ডিজ)- ১৫৭.৭ কি.মি- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৩ সালে।

৭. মিশেল জনসন (অস্ট্রেলিয়া)- ১৫৬.৮ কি.মি.- ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

৮. মোহাম্মদ সামি (পাকিস্তান)- ১৫৬.৪ কি.মি.- ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

৯. শেন বন্ড (নিউজিল্যান্ড)- ১৫৬.৪ কি.মি.- ২০০৩ সালে ভারতের বিপক্ষে।

১০. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) ১৫৬.২ কি.মি.- কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০১০ সালে।