ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর আজ তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে উসমান খাজার সেঞ্চুরি ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৯৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান করে অস্ট্রেলিয়া।
৩১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। ১ রান করেই রিচার্ডসনের বলে ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচে ফেরেন ধাওয়ান। অন্যদিকে ১৪ রান করে কামিন্সের লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন রোহিত।
কামিন্সের দ্বিতীয় শিকার হন রাইডু। তিনি ২ রান করে ফেরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯ রান।