চাঁদপুরে ভয়াবহ আগুন, পুড়ে গেল দশটি দোকান

চাঁদপুরে রেস্তোরা ও জুয়েলারি দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে শহরের মধ্যবাজার এলাকার একটি দোকানে আগুন লাগে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৯ মার্চ) দুপুরে শহরের মধ্যবাজার এলাকার একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেনারেটর কিংবা রেস্তোরা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এরইমধ্যে বাজারের জুয়েলারি, ওষুধ ও স্বর্ণসহ অন্তত ১০টি দোকানের মালামাল পুড়ে যায়।