পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সে খেলেছিলেন মোহাম্মদ হাফিজ। তবে তার ইনজুরির কারণে সেখানে সুযোগ মেলে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ থাকা ক্রিকেটার সালমান বাটের। আর দীর্ঘদিন পর মাঠে ফেরা সালমান বাট এবার জাতীয় দলেও ফিরতে চান।
পিএসএলে যদি দুর্দান্ত পারফর্মেন্স দেখাতে পারেন তাহলে জাতীয় দলেও ফিরতে পারবেন বলেই বিশ্বাস এই হার্ডহিটার তারকার।
সালমান বাট বলেন, আমি যদি ভালো করি এবং দলকে জিতাতে সাহায্য করতে পারি তাহলে এটা স্পষ্ট ভাবেই অন্য কাজে দিবে।
হাফিজের বদলি হয়ে সুযোগ পাওয়াতে সালমান বলেন, এটা স্বাভাবিক। কেউ ইনজুরি হলে অন্যজন তার জায়গা নিবে। এটা কারো নিয়ন্ত্রনে নেই। তবে আমি হাফিজের দ্রুত আরোগ্য হওয়াটাই কামণা করি।
দীর্ঘ প্রতিক্ষার পর ডাক পেলেন কোন বড় আসরে। তাই এবার সেটাকে কাজে লাগাতে কঠোর পরিশ্রম করতে চান এই পাক ক্রিকেটার।