ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সেই ম্যাচে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এই ম্যাচের নায়ক ছিলেন জিয়াউর রহমান। তিনি ২৯ বলে ৪ চার ও ৭ ছয়ে ৭২ রানে অপরাজিত থেকে দলকে ফাইনালে নিয়ে যান। গত চার-পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন জিয়াউর। কিন্তু এখনো জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আমারও আছে। তো আমি আসলে ওইদিকে ফোকাস করছি না। আমি আমার পারফর্মেন্সে ফোকাস রাখছি। এই ম্যাচে ভালো করেছি, পরের ম্যাচ আমাদের ফাইনাল ম্যাচ।’
তিনি আরো বলেন, ‘ফাইনালে যদি ভালো খেলার সুযোগ পাই তাহলে আমি চেষ্টা করব ভালো খেলার জন্য। আমি যদি পারফর্ম করি, তাহলে সবাই আমাকে নিয়ে চিন্তা করবে। আমার কথা হচ্ছে পারফর্ম করা, সেটাই করছি।’