জানা গেল ব্রেন্টনের হামলার প্রকৃত কারণ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে গুলি চালিয়ে প্রায় ৪৯জন মানুষকে হত্যা করেন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন। আর এই কাজ তিনি করেছেন মুসলিমদের উপর প্রতিশোধ নিতেই এমনটাই জানা গেছে।

মুলত ২০১৭ সালে সুইডেনের সন্ত্রাসী হামলায় নিহত ১১ বছর বয়সী শিশু এব্বা অকারলান্ডের নিহত হওয়ার ঘটনার শোধ নিতে এ হামলাটি চালানো হয়েছে বলে সে জানিয়েছে। মুসলমানরা ইউরোপের দেশগুলো দখল করে নিচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করতে এবং ইউরোপে ইসলামপন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে সে এ হামলা চালিয়েছে। এছাড়াও তার মতে মুসলিমরা হল দাস, সন্ত্রাসী ও দখলদার।

অভিবাসী ও মুসলমানদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করে সে বলে, ইউরোপ থেকে অভিবাসীদের নিশ্চিহ্ন করে ‘মাতৃভূমি’ পুনরুদ্ধার করা তার লক্ষ্য। অন্য ধর্ম থেকে মুসলমানে পরিণত হওয়াকে সে রক্তের সঙ্গে বেইমানি বলে উল্লেখ করে।

সে বলে, আমাদের মাতৃভূমি আমাদের এবং যতদিন পর্যন্ত শ্বেতাঙ্গরা জীবিত থাকবে, ততদিন তারা আমাদের ভূখণ্ড দখল করতে পারবে না।

২০১১ সালে নরওয়ের অসলোতে ৭৭ জনকে হত্যাকারী আন্ডারস ব্রেইভিকের দ্বারা অনুপ্রাণিত হয়ে সে এ সন্ত্রাসী হামলা চালিয়েছে।