ডাবল সেঞ্চুরির প্রান্তে রস টেলর

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিনে শেষ বিকেলে চা বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৩৭২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। এরই মধ্যে তাদের লিড দাড়িয়েছে ১৬১ রানের।

আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ ব্যাটিং নেমে রস টেলর এবং উইলিয়ামসন রীতিমত বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। তাদের ব্যাটিং দেখেই মনে হচ্ছিল খুব দ্রুত সময়েই বড় রান করার জন্য মরিয়া তারা যেন বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠিয়ে ইনিংস পরাজয়ের সম্ভাবনা তৈরি করতে পারে।

এই দুজনে জুটি বাধেন ১৭২ রানের। দলীয় ১৮০ রানের মাথায় তাইজুলের বলে ৭৪ রান করে উইলিয়ামসন আউট হলে মাঠে আসেন নিকোলস। নিকোলসের সাথে জুটি বেধে এবার নিউজিল্যান্ডবে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন রস টেলর। এরই মধ্যে সেঞ্চুরি পূর্ন করে তিনি আছেন ডাবল সেঞ্চুরির প্রান্তে। আর মাত্র ১৫ রান প্রয়োজন তার ডাবল সেঞ্চুরি করতে। ১৯৬ বলে ১৮৫ রান করে অপরাজিত তিনি। সাথে নিকোলস ১১৬ বলে অপরাজিত আছেন ৯৩ রান করে।

আজকের দিনে আরো ৩৪ ওভার খেলা হবে কমপক্ষে। এরই মধ্যে স্বাগতিকদের লিড দাড়িয়েছে ১৬১ রানের। শেষ বিকেলে বাংলাদেশকে নিশ্চিত ভাবেই ব্যাটিংয়ে পাঠানোর চিন্তা করবে নিউজিল্যান্ড।