ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আজ ৪ মার্চ ডিপিএল টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মিরপুর-শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন (গাজীটিভি)।
এদিকে টুর্নামেন্টটির শিরোপা জয়ী দল এবং রানার্স আপ দলের প্রাইজ মানির তালিকা প্রকাশ করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইন চার্জ তৌহিদ মাহমুদ।
শিরোপা জয়ী দল পাবে ৫ লাখ টাকা, রানার্স আপ দল পাবে ৩ লাখ টাকা, টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবে ২০ হাজার টাকা ও অন্যান্য প্রত্যেকে ১৫ হাজার করে টাকা পাবে।