ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আজ প্রথমে ব্যাট করতে নেমে উসমান খাজার সেঞ্চুরি ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৯৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান করে অস্ট্রেলিয়া।
৩১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। তবে দলের হয়ে একাই লড়ে যান অধিনায়ক কোহলি। ১২৩ রান করে থামেন তিনি। এদিন অধিনায়ক হিসেবে দারুণ এক রেকর্ড গড়েছেন কোহলি।
ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৪ হাজার রানের মাইলফলক গড়েছেন তিনি। টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্সকে। দ্রুত চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ডি ভিলিয়ার্স খেলেছেন ৭৩ ইনিংস। অন্যদিকে ৬৩ ইনিংস খেলেই ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙ্গে দিলেন কোহলি।