ডেলপোর্টের সেঞ্চুরিতে লাহোরকে উড়িয়ে দিয়ে শেষ চার নিশ্চিত করল ইসলামাবাদ

পাকিস্তান সুপার লিগ পিএসএলের মহা গুরুত্বপূর্ন ম্যাচে মাঠে নেমেছিল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। আর দুই দলের জন্যই বাঁচা মরার এই ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান করে ইসলামাবাদ ইউনাইটেড। পিএসএলের ইতিহাসে এটাই এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। আর আগে কোন দল এত রান করতে পারেনি।

দলের পক্ষে ক্যামেরুন ডেলপোর্ট ৬০ বলে ১১৭ রান করেন। এছাড়া চ্যাডউইক ওয়ালটন ৩০ বলে ৪৮ এবং আসিফ আলী ২১ বলে করেন ৫৫ রান।

জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান করে লাহোর কালান্দার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন সোহেল আখতার। এছাড়া আর কেউই বড় রান করতে না পারলে ম্যাচ হেরে মাঠ ছাড়ে লাহোর।

এই জয়ে পিএসলে শেষ চারে থাকা নিশ্চিত করল ইসলামাবাদ ইউনাইটেড।