তল্লাশি করাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের ধন্যবাদ

গতকাল শুক্রবার ৮ মার্চ রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনকে তল্লাশি করেন পুলিশ সদস্যরা। এ সময় গাড়ির প্রত্যেকটি অংশ থেকে শুরু করে মুখের শ্বাস পর্যন্ত তল্লাশি করার এ বিষয়টিকে তিনি ইতিবাচক ভাবে নিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি। আর ওই ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার স্ট্যাটাসে লেখেন, ‘আমি বরাবরই একটু রাত জাগি। কাজ শেষে রাত করে বাসায় ফিরি। আজ রাতে ফেরার অভিজ্ঞতা’টা একটু ভিন্ন রকম। ঢাকার একটি চেকপোস্টের কাছে আসতেই যথারীতি গাড়ি স্লো করলাম।’

তিনি লেখেন, ‘হাতে ইশারা করে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়ি থামাতে বললেন। গাড়ি থামালাম। গাড়ির গ্লাস নামাতে বললেন, তাও করলাম। হয়তো আমাকে দেখে কোনো কারণে সন্দেহজনক মনে হয়েছে, তাই গাড়ি থেকে নামতে বললো। নামলাম। বললো মোবাইল-মানিব্যাগ হাতে নেন, নিলাম।’

খোকন আরও লেখেন, ‘এরপর শরীর চেক করলো। উপর দিয়ে পকেট চেক করলো। নেশা টেশা করেছি কিনা তাও চেক করলো। মুখের কাছে এসে হা করে জোরে শ্বাস ছাড়তে বলেছিল। শারীরিক তল্লাশির সন্তুষ্টি শেষে খুঁটিয়ে খুঁটিয়ে গাড়ির প্রতিটি অংশ তল্লাশি চালালো। শেষে বললো, স্যার চলে যান।’

তিনি লেখেন, ‘পরিচয় জানতে চায়নি, দেবার প্রয়োজনও বোধ করিনি। সব মিলিয়ে ২/৩ মিনিটের মামলা। গাড়িতে উঠে ভাবলাম ইশ সবক্ষেত্রে যদি এমন হতো, তাহলে কতোই না ভালো হতো। আমি যখন এটা ভাবছি তখন আমার গাড়ির ড্রাইভারের চেহারা লজ্জায় লাল।’

‘তার ভাবখানা এমন, ইশ স্যারকে কতোই না অপমান করা হলো। ধন্যবাদ তাদেরকে, যারা আমাদেরকে একটি নিরাপদ জীবন দেবার জন্য বিনিদ্র রজনী যাপন করেন।’