তামিমকে আফ্রিদির ফোন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বাংলাদেশ দল। এমন ঘটনার পর হতাহতদের জন্য পুরো বিশ্ব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সেই সঙ্গে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্যও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। এদিকে নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশী তারকা তামিম ইকবালকে ফোন করে সবার খোঁজ খবর নিয়েছেন পাকিস্তানের তারকা ও তামিমের পেশোয়ার জালমির সতীর্থ শহীদ আফ্রিদি।

এ প্রসঙ্গে টুইট বার্তায় আফ্রিদি লিখেন, ‘ভয়াবহ দুর্ঘটনা নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ ও সেখানকার মানুষ বেশ বন্ধুত্বপূর্ণ। তামিমের সাথে কথা হয়েছে। বেশ ভালো লেগেছে শুনে সে ও বাংলাদেশ দলের খেলোয়াড় / কর্মকর্তারা নিরাপদে আছে।’

তিনি আরো লিখেন, ‘বিশ্বের একতাবদ্ধ হওয়া উচিত। ঘৃণা বন্ধ হোক, জঙ্গীবাদের কোন ধর্ম নেই। দোয়া রইল এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য। আল্লাহ মৃত ব্যক্তিদের শান্তি দান করুক।’