তিন ম্যাচের তিনটাই হারল ব্রাজিল

চার জাতি ন্যাশন কাপে ৩ ম্যাচে ১০ গোল হজম করে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার মত ১০ গোল হজম না করলেও আরেকটি টুর্নামেন্টে ৬ গোল হজম করে বিদায় নিয়েছে ব্রাজিল।

সি বিলিস কাপ নামের এই্ টুর্নামেন্টে ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে যুক্তরাস্ট্রের বিপক্ষে ১-০ গোলে হেরেছে। ম্যাচের ২০ মিনিটে গোলটি করেছিল টবিন হেয়াথ।

চারটি দেশ অংশ নিয়েছিল এই টুর্নামেন্টেও। ব্রাজিল ও যুক্তরাস্ট্র ছাড়া এখানে ছিল জাপান ও ইংল্যান্ড।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্রাজিল ইংল্যান্ডের কাছে হেরেছিল ২-১ গোলে। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে হেরেছিল ৩-১ গোলে। আর তৃতীয় ম্যাচে তারা হারে ১-০ গোলে মার্কিনদের বিপক্ষে। চার জাতির এই টুর্নামেন্টে শিরোপা জিতে ইংল্যান্ড।