ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। বিপিএলের ফাইনাল ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি এবং সেই ইনজুরির কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো।
একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলা হয়নি তার। খেলা হবেনা দ্বিতীয় টেস্ট ম্যাচও। তবে খেলার সম্ভাবনা আছে তৃতীয় টেস্ট ম্যাচ।
সেই ম্যাচটি খেলার আগে করতে হবে পরীক্ষা। যেই পরীক্ষার জন্য গতরাতে বাংলাদেশে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাংকক থেকে গতরাতে বাংলাদেশে ফেরা সাকিবের হাতের এক্সরে পরীক্ষা আজ বা কালের মধ্যে করা হবে। তারপরই জানা যাবে সে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে পারবে কিনা।