পবিত্র কোরআন বুকে নিয়ে বাংলাদেশ পুলিশের যুদ্ধ ঘোষণা

ভোলার লালমোহন থানা পুলিশ সদস্যরা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে ‘মাদক ও মাদক ব্যবসায়ীদের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশে মাদকের ভয়াল থাবায় যখন পুরো যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ঠিক তখনই ভোলার পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে এ যুদ্ধ ঘোষণা করেন।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় লালমোহন থানার হলরুমে পুলিশ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাসেলুর রহমান এ শপথ বাক্য পাঠ করান। ভোলার পুলিশ সুপারের নেতৃত্বে লালমোহন থানার পুলিশ সদস্যরা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে ‘মাদক ব্যবসায়ীদের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শপথ নেন।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর, ওসি (তদন্ত) মো. বশির আহমেদ সহ থানা পুলিশের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।