গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪৪ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। আর এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে। তবে পাকিস্তান বরাবরই তার দায় ভার নিতে নারাজ।
এদিকে, ভারত-পাকিস্তানের মধ্যে যখন টান টান উত্তেজনা চলছে তখন ভারতের মহারাষ্ট্রে ৪০ পাকিস্তানিকে নিজ দেশের নাগরিকত্ব দিয়েছে ভারত। খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়া পুনের জেলা প্রশাসক নাভাল কিশোর রামের বরাত দিয়ে জানায়, বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন। ৪৫ জনকে ভারতের নাগরিকত্ব দেয়া হয়েছে। এদের মধ্যে পাকিস্তানের ৪০ জন। বাকিরা আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা।
তাদের প্রতিবেদনে আরও বলা হয়, আবেদনকারীদের কেউ কেউ ৪০ বছর আগে ভারতে প্রবেশ করেন। তাদের আবেদন ঝুলে ছিল।