চলতি মাসের ২২ তারিখ থেকে শারজায় শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে শুক্রবার (৮ মার্চ) দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এদল ঘোষণা করে অস্ট্রেলিয়া। তবে জল্পনা-কল্পনা ছিল পাকিস্তানের বিপক্ষে অজি শিবিরে থাকবেন তারা দুইজন। কিন্তু তা আর হলো কই! ভক্তদের হতাশ করেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অজিদের ১৫ সদস্যের দলে রাখা হয়নি সাবেক দলনেতা ও সহদলনেতাকে।
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চলতি ভারতের বিপক্ষে যে দল নিয়ে খেলছেন সেই একই দল নিয়ে আরব আমিরাতে যাবে ফ্রিঞ্চরা। এখানেও দল থেকে বাদ পড়েছেন পেসার মিচেল স্ট্রার্ককে। পেশির ইনজুরিতে ভুগছেন তিনি। আর এই দলে রাখা হয়নি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহকারী অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
এই দুই তারকা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এস হাতের কনুইতে ইনজুরি পেয়েছেন স্মিথ-ওয়ার্নার। তবে অজি শিবিরে না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন দুজনে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার ক্রিটে বোর্ড (সিএ)।
গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ-ওয়ার্নার।চলতি মাসের ২৪ তারিখে নিষেধাজ্ঞার সময় শেষ। তাই ক্রিকেটপ্রেমীদের ধারণা ছিলো পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে ফিরবেন স্মিথ-ওয়ার্নার।
২২ তারিখ থেকে শারজায় শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ২৪ একই স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে ২৭, ২৯ এবং ৩১ মার্চ আবু ধাবিতে।
বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান নাথাম লায়ন বলেন, ‘জাতীয় নির্বাচন প্যানেলের সদস্যদের সাথে পরামর্শের পর গ্রেগ চ্যাপেল এবং হেড কোচ জাস্টিন ল্যাঞ্জার, ইজিএম টিম পারফরম্যান্স বেলিন্ডা ক্লার্ক, সিএ মেডিক্যাল টিম এবং উভয় খেলোয়াড়ের সম্মতি নিয়ে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে রাখা হয়নি।অন্যদিকে তাদের হাতে এখনও কিছুটা ব্যাথা রয়েছে।তবে আইপিএলে খেলবে তারা।এরপর বিশ্বকাপেও থাকবে।’
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়ার্ডঃ অ্যরন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন টার্নার, মার্কাস স্টোয়েনস, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান কালচার-নীল, জেই রিচার্ডসন, কেন রিচার্ডসন, জেসন বিহ্যারেডরফ, নাথান লায়ন এবং অ্যাডাম জম্পা।