অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হলেন শোয়েব মালিক। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই অভিজ্ঞ এ ক্রিকেটারকে ফের দলের নেতৃত্বে এনেছে বোর্ড।
আগামী ২২ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইতে অনুষ্ঠিত হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আজ ৮ মার্চ শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে আরব আমিরাতে চলছে পাকিস্তান সুপার লিগ। এখানে ভাল পারফর্ম করাদের জায়গা দেয়া হয়েছে ১৬ সদস্যের দলে।
তাছাড়া দীর্ঘ দুই বছর পর দলে ফিরেছেন উইকেট রক্ষক- ব্যাটসম্যান উমর আকমল। উমর আকমল এক সময় ছিলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য। কিন্তু ২০১৭ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তার। মূলত বাজে ফর্ম আর দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে। তবে সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে চলেছেন আকমল।
ফলে তাকে দলে ফেরাতে একরকম বাধ্যই হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাছাড়া দলে জায়গা হয়েছে পেসার জুনাইদ খানের। তাছাড়া বিশ্রাম দেয়া হয়েছে সরফরাজ সহ বাবর আজম, শাহীন আফ্রিদি, ফখর জামান, শাদাব খান ও হাসান আলীকে।
এদিকে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে নজর কেড়েছেন মোহাম্মদ হাসনাইন। তাকে ভাবা হচ্ছে ভবিষ্যত পাক ‘শোয়েব আখতার’। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে যাচ্ছেন ১৮ বছরের বোলিং বিস্ময়। তাকে নিয়েই আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে পাকিস্তান। ২২ মার্চ শারজায় গড়াবে প্রথম ম্যাচ। এজন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে ঠাঁয় মিলেছে মোহাম্মদ হাসনাইনের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের দলঃ শোয়েব মালিক (অধিনায়ক), আবিদ আলী, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মো: আব্বাস, মোহাম্মদ আমির, মো: হাসানাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), সাদ আলী, শান মাসুদ, উমর আকমল, উসমান শেনওয়ারী ও ইয়াসির শাহ।