চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতাতে পাকিস্তানে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস। পিএসএলে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের ওয়েবসাইট।
পিএসএলের ওয়েবসাইটে জন্টি রোডস লিখেছেন, ‘আমি পাকিস্তানে ২০১৫ এবং ২০১৬ সালে গিয়েছি। তাই সেখানে আবারও যাওয়ার জন্য মুখিয়ে আছি।’
তিনি আরো জানান, ‘আমি যা দেখলাম (পিএসএলে) মনে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দীর্ঘসময় উপরের দিকে থাকবে। এই তরুণ খেলোয়াড়দের সত্যিকারের সামর্থ্য আছে পাকিস্তানকে দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রাখার।’
রোডস আরো যোগ করেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট দেখিয়েছে ফিল্ডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি ফিল্ডিংয়ে সময় দিতে আসলেই ভালোবাসি। নয় বছরেরও মতো সময়ে আমি ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছি। এখনকার দিনে টি-টোয়েন্টি ম্যাচে শেষ বল কিংবা শেষ ওভারে অনেক ম্যাচ চলে আসে। তাই ফিল্ডিংয়ের সেভটা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানও কয়েকজন ভালো ফিল্ডার পেয়েছে।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে জন্টি রোডস ৫২টি টেস্ট ও ২৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।